শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ চৌহালীতে বেগুন চাষের বাম্পার ফলন

সিরাজগঞ্জ চৌহালীতে বেগুন চাষের বাম্পার ফলন

চৌহালী বলকান্দি চরে বেগুন চাষের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে এখন হাসির আনন্দ । আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে কৃষকেরা চিন্তিত হয়ে পরেছিলো। এখন অনেক টায় ঘন কুয়াশা কেটে উঠে রোদের ঝিলিক তাই কৃষকের মনে আনন্দের জোয়ার বইছে। প্রায় সব এলাকাতেই কম বেশি বেগুনের আবাদ হলেও উত্তরাঞ্চলে সিরাজগঞ্জে চৌহালী সদিয়া চাঁদ পুর ইউনিয়নের বলকান্দি চরের বেগুন ক্ষেত সবার দৃষ্টি কাড়ছে। চৌহালীন বলকান্দি গ্রামের কৃষক মোঃনুরু বেপারি বলেন, এ বছর১ বিঘা জমিতে বেগুন চাষ করেছি।

বেগুন আবাদ করেছেন তিনি। চাষ করতে চারা রোপন, কীটনাশক পটাশ ইউরিয়া সার ও পানি সেজ সহ জমি থেকে বেগু উত্তোলন পর্যন্ত বিঘা প্রতি ৭/৫ হাজার টাকার মত খরচ হইছে। গড়ে প্রতি বিঘা জমিতে সপ্তাহে ৫/৪ মণ বেগুন তোলা যায়। বর্তমান স্থানীয় হাট বাজারে প্রতি মণ বেগুন ৪০০/৩৫০ বিক্রি করা যায়। ১ বিঘা জমি বেগুন আবাদে ৭/৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। এ বছর বেগুন আবাদে ২০/১৫ হাজার টাকার মতো লাভ থাকতে পারে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: