মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জ মদ সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়গঞ্জ মদ সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের ভূইট গ্রামের দেশীয় তৈরি চোলাই মদ ও মত তৈরীর সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ভুইট গ্রামের হিরেন্দ্রনাথের কন্যা পরবী রানী (৩২) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

রায়গঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ ইন্সেপেক্টর শহিদুল ইসলাম জানান, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবুহেনা মোঃ মোস্তফা কামাল রিপনের সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এস.আই সোমর চন্দ্র আর্চায্য ও এ.এস.আই বিল্পব এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল ১০ টায় ভুইট গ্রামে অভিযান চালায়।

এ সময় গ্রেফতারকৃত পরবী রানী বাড়ী থেকে ২১ লিটার চোলাই মদসহ নিল রং-এর ৩০ লিটার প্লাষ্টিকের ড্রামের ভিতরে ১০ লিটার চোলাই মদ তৈরির মিশ্রিত উপকরণ উদ্ধার করে।

এ ব্যাপারে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর সারণির ২৪(খ)/৩৭ ধারায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত পরবী রানীকে একমাত্র আসামীকে করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করেছে।

আলোকিত সিরাজগঞ্জ