বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ জেলার ০৫ পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী

সিরাজগঞ্জ জেলার ০৫ পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী

দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ, কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি  পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

আজ বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। জেলায় ইভিএমের মাধ্যমে ১টি পৌরসভার এবং ব্যালটের মাধ্যমে ৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইভিএম এর মাধ্যমে ভোট হবে কাজিপুর পৌরসভার এবং ব্যালটের মাধ্যমে ভোট হবে সিরাজগঞ্জ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি  পৌরসভার।

আলোকিত সিরাজগঞ্জ