মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানঃ৭ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানঃ৭ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকির আওতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও র‍্যাব-১২ এর সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার)  সহকারী  পুলিশ  সুপার  মোঃ এরশাদুররহমান এর নেতৃত্বে সদর উপজেলার বানিয়াপট্টি বাজার এবং কড্ডারমোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় দোকানে নকল বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত চিপ্স,  মেয়াদ উত্তীর্ণ পন্য ও পেয়াজের মুল্যতালিকা যথাযথভাবে মেমো সংরক্ষণ না করার জন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৭৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং কড্ডারমোড়ে আইস্ক্রিম কারখানায় বিষাক্ত কাপড়ের রং দিয়ে আইস্ক্রিম বানানোর জন্য ২৩ হাজার টাকা জরিমানা সহ মোট এক লক্ষ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  র‍্যাবের তথ্যর ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয় ।

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন-  

১।আব্দুর সোবাহান(৫৫), সাবিনা আইসক্রীম মিল ২০,০০০/

২। নীল কমল ভৌমিক(৪০),নীরব স্টোর  ৮,০০০/-

৩।স্বাধন ঘোষ(৫০), স্বাধন স্টোর ৭,০০০/- 

৪।মোঃ মনসুর আলী(৪০), সোহাগ স্টোর ৩,০০০/- 

৫। মোঃ রবিন বিশ্বাস(৫০), সুর বিতান ৫০,০০০/-

৬। মোঃ ইয়াসিন মিয়া(৪৫),ইয়াসিন স্টোর ১০,০০০/-

৭। নুর হোসাইন(৩২), খাবার হোটেল ৩,০০০/-

মোট জরিমানা-১,০১,০০০/- টাকা।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

আলোকিত সিরাজগঞ্জ