বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ভাঙ্গন কবলিত এলাকায় ত্রাণ সহায়তা

সিরাজগঞ্জে ভাঙ্গন কবলিত এলাকায় ত্রাণ সহায়তা

সিরাজগঞ্জে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৭শ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত সিমলা-পাঁচঠাকুরী এলাকায় ত্রান সামগ্রী বিতরন করা হয়। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরন করেন। এ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসিম কুমার,নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সুপারিন্টেন্ডেন্ট প্রকৌশলী শফিকুল ইসলাম, আসাদ হালিম, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান ও ম্যানেজার (প্রশাসন) মাসুদুল কবির উপস্থিত ছিলেন।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, সদর উপজেলার ৭শ বন্যা দূর্গত পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া, সেমাই, তেল, গুড়, সাবান ও স্যালাইনসহ ১৩টি সামগ্রী। মঙ্গলবার সদর উপজেলার পাঁচ ঠাকুরী এলাকায় ভাঙন কবলিত ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার আরও দুটি এলাকায় ত্রাণ বিতরণ করা হবে। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ এর নিকট ৭শ” প্যাকেট ত্রান সামগ্রী হস্তান্তর করেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ।

আলোকিত সিরাজগঞ্জ