বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের গাড়ীর সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার, আটক-১

সিরাজগঞ্জের গাড়ীর সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার, আটক-১

গ্যাস সিলিন্ডারের ভিতর অভিনব কায়দায় ঢাকায় ফেনসিডিল নিয়ে যাবার সময় ১৮৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (১০ মে) বিকেলে র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নাটোর থেকে ঢাকামুখী একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করেন। আটক মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার মাধবদী থানার টাটাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে নয়ন ইসলাম।

রবিবার দুপুরে র‌্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকায় ফেনসিডিলের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খালকুলা এলাকায় চেকপোস্ট বসানো হয়।

এসময় ঢাকামুখী সাদা রংয়ের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে কারের গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১৮৩ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ