বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে মানুষকে ঘরে ফেরাতে কঠোর পুলিশ

বেলকুচিতে মানুষকে ঘরে ফেরাতে কঠোর পুলিশ

সিরাজগঞ্জের বেলকুচিতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মানুষকে ঘরে ফেরাতে কঠোরভাবে মাঠে নেমেছে থানা পুলিশ।  কঠোর অবস্থান নিয়েছে বেলকুচি থানা পুলিশ। উপজেলা সদর, বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট-বাজার, পথে-ঘাটে ও দোকান পাটে পৃথক অভিযান চালাতে দেখা গেছে তাদের। 

বেলকুচি থানার ভারপ্ররাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের ৩টি পৃথক টিম অভিযানে নেমেছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে তারা। এ ছাড়া সিএনজি অটোরিক্সা ও ইজিবাইকে চলাচল সীমিত করতে তৎপর থানা পুলিশ। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। যে কোন উপায়ে মানুষকে ঘরে ফেরাতে হবে। করোনা সতর্কতায় আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ