মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও জনসচেতনা মূলক সেমিনার

বেলকুচিতে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও জনসচেতনা মূলক সেমিনার

নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকল্পে ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ কমলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পপরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র আশানূর বিশ্বাস, সিরাজগঞ্জ মেরিন ইনস্টিটিউটের প্রশিক্ষক এম সাখাওয়াত হোসেন, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমুখ। এসময় বক্তরা তাদের বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য সকলকে অবহিত করেন।

আলোকিত সিরাজগঞ্জ