মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ার আবু সেলিমের কবিতা ঢাকার একুশে বই মেলায়

উল্লাপাড়ার আবু সেলিমের কবিতা ঢাকার একুশে বই মেলায়

এ ভদ্রলোকের নাম মোঃ আবু সেলিম রেজা, পেশায় একজন উচ্চ পদস্থ্য ব্যাংক কর্মকর্তা, সিরাজগঞ্জ জনতা ব্যাংককে কর্মরত আছেন । উনার বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় । গ্রামের লোক উনাকে সেলিম ভাই হিসাবে ডাকেন ।

সহজ সরল ও মিষ্টি ভাষী একজন কর্মঠ মানুষ । কর্মজীবনের পাশাপাশি অবসর সময়ে তিনি লেখালেখি নিয়ে ব্যাস্ত থাকেন । তিনি গল্প ও কবিতা লেখেন । তার বেশ কয়েকটি গল্প ও কবিতার বই প্রকাশ পেয়েছে ।

এবার ঢাকার একুশের বই মেলায় তার লেখা দু টি কবিতার বই স্থান পেয়েছে । কবিতার বই দুটির নাম- “স্বাক্ষর” ও “বনোফুলের ঘ্রান” । বই দু টি পাওয়া যাচ্ছে ঢাকার একুশে বই মেলার “বিভাস প্রকাশনী”-স্টল নম্বর-৩৮২-৩৮৩ ও “Ramon publishers – স্টল নম্বর-৪৫৫-৪৫৬ তে ।

আপনি ওই স্টল দু টিতে গিয়ে কবিতার বই দু টি কিনতে পারবেন । তাছাড়া সিরাজগঞ্জ সরকারী কলেজের ২১শে বইমেলা এবং উল্লাপাড়া’র অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও স্থানীয় ও সারাদেশের প্রসিদ্ধ লাইব্রেরীসমুহে কাব্যগ্রন্থ দু’টি পাওয়া যাবে। ” অধিকন্তু আমেরিকা ও কানাডা প্রবাসীরাও নিউইয়র্ক ও টরেন্টোর বিভিন্ন লাইব্রেরীতে বই দু’টি পাবেন।”

আলোকিত সিরাজগঞ্জ