বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কামারখন্দে গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ!

কামারখন্দে গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ!

কামারখন্দ উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরি করেছে এক কিলোমিটার রাস্তা। এ রাস্তা নির্মাণে শত শত মানুষ শ্রম ও জায়গা দিয়ে নির্মাণ করেছে গ্রামের মাঝে ১২ ফুট প্রশস্ত এবং এক কিলোমিটার দৈর্ঘ্য নতুন রাস্তা। এতে করে বৃষ্টি বর্ষার দিনে নির্বিঘ্নে পায়ে হেঁটে অথবা ভ্যান-রিকশা নিয়ে চলাচল করতে পারবে এ এলাকার মানুষ।

গত বছরেও অনুরূপভাবে ঠাকুরঝি পাড়া গ্রামের মাঝে আরো একটি এক কিলোমিটার রাস্তা তৈরি করে গ্রামের স্বেচ্ছা শ্রমিকরা প্রশংসা কুড়িয়েছেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবীবে মিল্লাত মুন্নার।

এ বিষয়ে প্রশংসা করেছেন, গ্রামের মানুষদের উৎসাহ জুগিয়েছেন কিছু উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। তিনি সরেজমিনে গ্রামের মানুষের সাথে মাটি কেটেছেন ও ধন্যবাদ জানিয়েছেন গ্রামের সকল মানুষকে।   

এ বিষয়ে গ্রামের পক্ষ থেকে আলহাজ মোজাম্মেল হক বলেন, গত বছরে আমরা গ্রামের মানুষদের স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছি। এ বছরও গ্রামের মাঝে আরো এক কিলোমিটার রাস্তা নির্মাণ করছি, কোনো সরকারি সহায়তা পাইনি। আমাদের দাবি রাস্তাটি অবিলম্বে পাকাকরণ করা হোক।

আলোকিত সিরাজগঞ্জ