বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ ৫ আসনে প্রার্থীতা ফিরে পেলেন দুই মেজর

সিরাজগঞ্জ ৫ আসনে প্রার্থীতা ফিরে পেলেন দুই মেজর

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের। এরা দুজনই সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের আপিল শুনানী শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয় বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা গত ২ ডিসেম্বর প্রার্থীতা যাচাই বাছাই শেষে চৌহালী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার কারন দেখিয়ে মেজর মামুনের ও ঋণ খেলাপির দায়ে সাবেক প্রতিমন্ত্রী মেজর মুঞ্জুর কাদেরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এদিকে নির্বাচন কমিশনে আপিল করে মেজর মঞ্জুর কাদের ও মেজর মামুন প্রার্থীতা ফিরে পাওয়ার সংবাদ তাদের সমর্থকদের মধ্যে জানাজানি হলে এলাকায় মিষ্টি খেয়ে তারা আনন্দ উল্লাস করে।

আলোকিত সিরাজগঞ্জ