শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গধারীদের জন্য নির্মাণ হয়েছে প্রিয় নীড় আশ্রয়ণ

উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গধারীদের জন্য নির্মাণ হয়েছে প্রিয় নীড় আশ্রয়ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বসবাস পুনর্বাসনে “প্রিয় নীড় আশ্রয়ন-২ প্রকল্প” নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পে ২০ জনের বসবাস ঘর রয়েছে। প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে, উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য এ আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হয়েছে। প্রায় দু’মাস আগে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প। এ প্রকল্পে টিনের ছাউনিতে আলাদা চারটি বসত ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে আলাদা ৫টি করে রুম রয়েছে। এখানে মোট ২০ জনের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান এ প্রকল্পে বসবাসে জেলা প্রশাসন ও স্থানীয় উপজেলা বরাবরে তৃতীয় লিঙ্গধারীদের আবেদন করার বিষয় জানান। এখানে প্রকৃত তৃতীয় লিঙ্গধারীরাই বসবাসে পুনর্বাসিত হবে।

আলোকিত সিরাজগঞ্জ