শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২ই অক্টোবর) সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলায় উৎপাদনশীলতার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকল ক্ষেত্রে উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: