শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাজিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলায় জয় এমপি

কাজিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলায় জয় এমপি

সিরাজগঞ্জের কাজিপুরের জাতীয় স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলায় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাস করে।

প্রকৌশলী জয় বলেন, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু, রুপপুর পারমানবিক কেন্দ্র, যমুনা সেতু, এলিভেটের এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের মত মেঘা প্রকল্পগুলি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশব্যাপী রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়ন করে চলেছে। শুধু তাই নয় বঙ্গবন্ধু কন্যা অসহায় মানুষের কথা চিন্তা করে ,ভিজিডি ভিজিএফ এর পাশাপাশি বয়স্ক, বিধবা প্রতিবন্ধিভাতা প্রণয়ন করেছেন যাতেকরে অসহায় মানুষ দুমুঠো খেতে পায়। এই সরকারের সময় হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শিক্ষার মানবৃদ্ধির পাশাপাশি শিক্ষদের দারিদ্রতা দুরিকরণে সহযোগিতা করেছেন।দেশে আজ বিদ্যুতের অভাব অনেককাংশে লাঘব হয়েছে।

এমপি জয় বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শি পদক্ষেপের কারণে মানুষের আত্মসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। গ্রামগুলোর দিকে তাঁকালে টিনের ঘরবাড়ির সাথে পাকা বাড়িঘর চোখে পড়ে,তিনি বলেন এত উন্নয়ন সত্ত্বেও ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত আছে।

এমপি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়মাী লীগ সরকারকে বিজয়ী করার আহবান জানান।

রোববার কাজিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা উপলক্ষ্যে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রকৌশলী জয় উপরক্ত কথাগুলো বলেন।

ভারপ্রাপ্ত ইউএনও সরকারি কমিশনার(ভূমি) কাজি অনিক ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আওয়ামী লীগ সভাপতি রেফাজউদ্দিন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য বিভিন্ন সেবাপ্রদান কারী ২০টি উন্নয়ন স্টল প্রদর্শিত হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: