মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০তম জাতীয় গ্রীম্মকালীন ফুটবল প্রতিযোগিতায় সিরাজগঞ্জে গ্রীম্মকালীন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে টানা চতুর্থবারের মতো জেলা পর্যায়ে এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার সিরাগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। এতে জেলা পর্যায়ে উল্লাপাড়া উপজেলা ফুটবল টিম তাড়াশ উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, টানা চতুর্থবারের মতো এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজে জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। রাজশাহী বিভাগীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুতিও গ্রহণ করছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের খেলোয়াড়রা। আশা করি তারা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়েও খেলতে পারবে।
এদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, উল্লাপাড়ার এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বালিকা ফুটবল টিম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব যেন তারা জাতীয় পর্যায়ে ধরে রাখতে পারে।
আলোকিত সিরাজগঞ্জ