• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

কাজীপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী শেহেরিন সেলিমের গণসংযোগ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করে সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন।

বৃহস্পতিবার  বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর) নির্বাচনী এলাকার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ওয়াপদা দক্ষিণ এলাকায় তিনি গণসংযোগ করেন। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন  চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ড. মোহাম্মদ সেলিমের ছেলে রিপন সিরাজগঞ্জের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করার আহবান জানান।  এ সময় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ