• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

বেলকুচিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সোহাগপুর নূতনপাড়া এ,এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম গোলাম রেজা, সোহাগপুর নতুন পাড়া এ,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সরকারী সোহাগপুর শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ