শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রায়গঞ্জে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন আজিজ এমপি

রায়গঞ্জে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন আজিজ এমপি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, সংবর্ধনা ও আভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) জাতীয় সংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ। পরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ভুয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে সভাপতি প্রভাষক কে এম আহসান হাবীব আসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সিংহ।

বিশেষ অতিথি সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,রায়গঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নৃস্কৃতি দাস,সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী ফণি ভুষণ পোদ্দার, সহ-সভাপতি আসাদুদ্দৌলা শেখ,সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক কাঞ্চন কুমার দাস, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার ছাএ লীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্ছু,সাধারন সম্পাদক রিপন প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষা আলো ছড়িয়ে দিয়ে আসছে। বর্তমানে প্রায় ৮ শত শিক্ষারর্থীদের ২২ জন শিক্ষক-কর্মকতা এই বিদ্যালয়ে শিক্ষা দিয়ে আসছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: