শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এনায়েতপুরে যমুনার ভাঙন রোধে জিও ব্যাগ-জিও টিউব নিক্ষেপ শুরু

এনায়েতপুরে যমুনার ভাঙন রোধে জিও ব্যাগ-জিও টিউব নিক্ষেপ শুরু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরের ব্রাহ্মনগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটর যমুনার তীর সংরক্ষনে ৬৪৭ কোটি টাকার প্রকল্পের কাজ পুরোদমে চলছে। পানি উন্নয়ন বোর্ডের তদারকি বৃদ্ধিতে শনিবার সকাল থেকে জিও ব্যাগ ও জিও টিউব নিক্ষেপ করা হচ্ছে।

বিশেষ করে প্রকল্পের ৫ নং সাইডে ভাঙন প্রবণ ব্রাহ্মনগ্রাম এলাকায় পাউবো সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী মীর মাহবুবুর রহমান, এসডি মিল্টন হোসেন, এসও নাজমুল হোসাইন, আব্দুল ওয়াহাব সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইদুল ইসলামের সরাসরি তত্ববধানে কাজ চলছে। এতে যমুনার ভাঙনে বিধ্বস্ত স্থানীয়রা পাউবো’র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মাহবুবুর রহমান জানান, ভাঙন এলাকায় ক’দিন শ্রমিক সংকটে ছিল ।

তবে এখন পুরোদমে কাজ চলছে। এছাড়া এ প্রকল্পের ইতোমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি নিদির্ষ্ট সময়েই যমুনার তীর সংরক্ষণের এ প্রকল্পের কাজ শেষ হবে। আতঙ্কিত হবার কিছু নেই। ভাঙন মুক্ত হবে ব্রাহ্মনগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত সাড়ে ৬কিলোমিটার। এজন্য দিনরাত কাজ করছে পাউবো সহ সংশ্লিষ্টরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: