• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

তাড়াশে তালম মেলায় ঘোড়দৗড় প্রতিযোগিতা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

সিরাজগঞ্জের তাড়াশে তালম গ্রামে বৈশাখী মেলা উপলক্ষে দুই দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর মেলা শুরুর প্রায় দুই সপ্তাহ পূর্বেই রীতিমতো এলাকায় পোস্টার সাটিয়ে, মাইকিং করে বাঙালির প্রাণের উৎসব ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর ঘোড় দৌড়ের মত নির্মল বিনোদন উপভোগ করতে গতকাল শনিবার বিকেলে মেলাস্থলে ভিড় জমান এলাকার শত শত শিশু-কিশোর, নারী-পুরুষ।

তালম গ্রামের সরকার গোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্য মৃত বয়েন সরকার, জলিল সরকার, হারু সরকার, গাজিউর রহমান সরকারসহ গ্রামের মুরুব্বীরা তালম গ্রামে জ্যেষ্ঠ মাসের প্রথম শুক্রবার তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন শুরু করেন। এ মেলায় শুরু থেকেই তিন দিন প্রচুর পরিমাণ ঝুড়ি-মুড়কি, হরেক রকম মাছ, মাংস, দই, মিষ্টান্ন, কাঠ, বাঁশ, বেতের আসবাবপত্র, গৃহস্থালী জিনিস পত্রসহ নানা পণ্যের বিকিকিনি হয়।

পাশাপাশি তালম গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ দ্বিতীয় এবং তৃতীয় দিনে প্রতিযোগিতামূলক ঘোড়দৌড়ের আযোজন। আর সে মোতাবেক প্রতি বছর নির্দিষ্ট দিনেই মেলা ও ঘোড়দৌড়ের আয়োজন চলে আসছে বলে জানান, তালম গ্রামের কলেজ শিক্ষক অধ্যাপক মো: আবুল বাশার সরকার।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ