• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

বেলকুচিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১ মে ২০২৩  

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকালে বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়াস্থ দেলুয়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“অধিকার আন্দোলনের ৩৫ বছর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বেলকুচি শাখার ঐক্য পরিষদের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র। এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি পরিতোষ কুমার সরকার, বিদ্যুৎ সাহা, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দিলীপ সুত্রধর প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক প্রদ্বীপ কুমার দাস, যুগ্ন সাধারন সম্পাদক পলাশ সাহা, প্রচার সম্পাদক বিপ্লব শীল, ভজন কুমার সাহা, পৌর সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, যুব ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারন সম্পাদক উজ্জ্বল অধিকারীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ