বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাঙালির দ্বিতীয় বিজয় অর্জন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাঙালির দ্বিতীয় বিজয় অর্জন

সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য তানভির শাকিল জয় বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসাবে বিশ্বেবুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশ হিসাবে সারাবিশ্বের কাছে পরিচিত হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাজিপুরে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বুধবার (১৭ মে) কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তানভির শাকিল জয় বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার।’

জাতির এমন ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামের নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার হাতে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বকে ভয় পায় ঘাতক গোষ্ঠী। তাই সামরিক জান্তা জিয়াউর রহমান শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করতে না দেওয়ার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। কিন্তু সব বাধা উপেক্ষা করে নেত্রী শেখ হাসিনা সেদিন দেশের মাটিতে পা রেখে, বাঙালি জাতির মনে দ্বিতীয়বারের মতো বিজয়ের স্বপ্ন জাগিয়ে ছিলেন।’

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের  নেতারা।

আলোকিত সিরাজগঞ্জ