• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেন হাবিবে মিল্লাত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

জানাযায় দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। রবিবার ২৬ মার্চ এই দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের বিজয় সৌধ, মুক্তির সোপানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক, জেলা পুলিশের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ