• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

রায়গঞ্জে সড়কের ফলক উম্মোচন করেন ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ অনার্স কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি সড়কের ফলক উম্মোচন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

রবিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি সড়কের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি। এরপরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নবীননরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কলেজের পুরাতন শিক্ষার্থীদের দেওয়া ফুলের শুভেচ্ছা উপহারের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এছাড়া কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজী জিন্নাহ, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মোতালেব, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন, কলেজের সহযোগী অধ্যাকপ ফজলুল হক খান, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন সরকার শোভন প্রমূখ। নবীনবরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ