• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সিদ্দিক আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী আলহাজ্ব সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়া পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর্যালী বের করা হয়। শোকর্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ও পৌর সভা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ