• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

রায়গঞ্জে আমন চাষে ব্যাস্ত কৃষক

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে এলাকার সচেতন কৃষকেরা একযোগে শুরু করছে জমি চাষ ও চারা রোপনের কাজ। গত বৃহস্পতিবার সরেজমিনে এলাকা ঘুরে জানা যায় উপজেলার হাটপাঙ্গাসী, নলকা,ঘুড়কা,বর্মগাছা,চান্দাইকোনা, সোনাখাড়া সহ এলাকার কৃষকগন কৃষি জমি মেরামত ও চারা রোপণ কাজে ব্যাস্ত রয়েছে এবং এবছর ধানের দাম ভালো পাওয়ায় এখানকার কৃষক অনেক আনন্দিত। পাঙ্গাসীর কৃষক ফরিদুল ইসলাম বলেন বৃষ্টির পর্যাপ্ত পানি না পেয়ে আমরা স্যালো মেশিন চালিয়ে জমি তৈরী ও চারা রোপণ করছি এতে আমাদের খরচ কিছুটা বেশি হচ্ছে অন্য দিকে বাজারে সার ও কিটনাষক এর দাম যদি একটু কম হতো ও প্রাকৃতিক দূর্যোক না হয় তাহলে এই এলাকার কৃষক অনেকটাই লাভবান হবে। এদিকে উপজেলা কৃষি অফিসার বলেন আমন চাষে আমরা কৃষকের পাশে থেকে সকল সুযোগ সুবিধা দিয়ে যাবো এবং যেকোন সময় কৃষকের কৃষি কাজে সাড়া দেবো।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ