শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জ সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জ সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক

দীর্ঘ অপেক্ষার পর বৃস্টির কারনে অবশেষে সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত চলতি মৌসুমে পাট কাটা, জাগ দেওয়া ও পাট ছাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার পাট চাষিরা।

পর্যাপ্ত বৃস্টি না হওয়ায় অনেকেই পাটকে শুকাইয়া পাট খড়ি বানানোর সিদ্ধান্ত নিলেও গত দু’দিনে উপজেলার বিভিন্ন এলাকায় মোটামুটি ভাল বৃস্টি হওয়ার কারনে আশার আলো দেখছেন পাট চাষিরা। অনেকেই আবার আল্লাহর শুক্রিয়াও আদায় করেন। যদিও এখনি পুরোদমে পাট ছাড়ানো শুরু না হলেও শুরু হয়ে গেছে পুরোদমে পাট জাগ দেওয়া। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, পাট চাষের শুরুতে কম বৃস্টিপাতের ফলে অনেক স্হানে পাট কাটা, জাগ দেওয়া এবার একটু দেরি হয়ে গেলেও ফলন হয়েছে বেশ ভালই। বৃস্টির পর পাট চাষিদের মুখে দেখা যাচ্ছে হাঁসির ঝিলিক।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভাল মানের পাটের মূল্য তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকা মন আর একটু নিম্ন মানের পাটের মূল্য দুই হাজার ৭০০ টাকা থেকে দুই হাজার ৮০০ টাকা মণ বিক্রি হচ্ছে।

এদিকে উপজেলার ভ্রাম্যনবাড়িয়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সালাম বলেন, গত বছরের তুলনায় এবার বেশ ভাল ফলন হয়েছে পাটের।তাছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি থাকায় লোকশানে পড়তে হবেনা বলে আশাবাদি উপজেলার পাট চাষিদের।

বলা চলে বৃস্টির কারনে শুকিয়ে যাওয়া ডোবা-নালা পূনরায় পানিতে ভরে যাওয়ায় অবশেষে মনের আনন্দে সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার অধিকাংশ পাট চাষিরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: