• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

বেলকুচিতে জুয়া মাদককারবারী সহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জের বেলকুচিতে ১ মাদক ব্যাবসায়ী, ২ জুয়ারি ও ৪ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামের মৃত আমজাদের ছেলে নুরুল ইসলাম (৩৪) কে ৩৫ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন এবং পৌর চর চালা এলাকায় আলী শেখের ছেলে ফজলু শেখ (৩৫) ও জিধুরী গ্রামের সোরহাব মন্ডলের ছেলে হালিম মন্ডল (৫০) নামের দুই জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। এছাড়া উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের রানিপুরা গ্রামের মোখলেছ শেখের ছেলে ওমর আলী (২৩),ও একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে নাসির উদ্দিন (২২), জিধুরী উত্তর পাড়া গ্রামের মৃত মোজাফর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও চর চালা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে খোকা (৪৫) নামের চার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করছেন থানা পুলিশ।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুয়ারি, ১ মাদক ব্যবসায়ী ও ৪ ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ