• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

বেলকুচিতে মাদকদব্যসহ ৩ আসামী গ্রেফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৭ মে ২০২২  

সিরাজগঞ্জের বেলকুচিতে হেরোইনসহ ২ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বেলকুচি উপজেলার সমেশপুর এলাকা থেকে পুঠিয়া থানার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) ও বাঘা থানার মীরগঞ্জ গ্রামের সিদ্দিক আলীর ছেলে জাহিদ হাসান (২১) এর কাছ থেকে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

এছাড়াও আরো একটি অভিযানে জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী বেলকুচি থানার মুকুন্দগাঁতী গ্রামের আলতাব হোসেনের ছেলে শাহাদৎ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বেলকুচি থানা পুলিশের অভিযানে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও একজন ওয়ারেন্টভূক্ত আসামী। শনিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ