• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

শাহজাদপুরে ড. মযহারুল ইসলাম মুক্তমঞ্চের উদ্বোধন

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৭ মে ২০২২  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত প্রফেসর ড. মযহারুল ইসলামের নামে নির্মিত ড. মযহারুল ইসলাম মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে। 

শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে নির্মিত ড. মযহারুল ইসলাম মুক্তমঞ্চের যৌথভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক ও তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রাশেদা খালেক। 

চরনবীপুর প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি সংঘের সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি জননেতা চয়ন ইসলামের সভাপতিত্বে এ মুক্তমঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম। ড. মযহারুল ইসলাম মুক্তমঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ