মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বাজার স্থিতিশীল রাখতে কামারখন্দে ৬ ব্যবসায়ীকে জরিমানা

বাজার স্থিতিশীল রাখতে কামারখন্দে ৬ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে জামতৈল বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি অভিযান শেষে বলেন, বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি এবং কসমেটিক পণ্যে আমদানিকারকের ট্যাগ না থাকায় এভারগ্রীন শপিং মল ২ হাজার, রিয়া বস্ত্রবিতান ৩ হাজার, চারুলতা ফ্যাশান ৩ হাজার টাকা, ঢাকা ফ্যাশান ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কামারখন্দ থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: