• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঐখোলা নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার চরজামিতা গ্রামের রফিক মোল্লা (৪৭), চরকাদাই গ্রামের মানিক (১৯), পোরজনা গ্রামের হায়দার আলী (৫০) ও আলতাফ শেখ (৪৯)। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার গভীর রাতে একদল ডাকাত ওই উপজেলার বেলতৈল-ডায়া আঞ্চলিক সড়কের উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং আত্মসমর্পণের আহ্বান জানানো হয় এবং বেশ কয়েকজন ডাকাত সদস্য বিশেষ কৌশলে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে আন্তঃজেলা ওই ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, কামারখন্দ, উল্লাপাড়া ও পাবনার বেড়া হাইওয়ে রোডে প্রতি বৃহস্পতিবার রাতে ডাকাতি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ