শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সিরাজগঞ্জের বেলকুচিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুরনবী হোসেন নামের ১ জন আহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার সকালে উপপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরন্নবী হোসেন (৪৫) এলাকার আব্দুল হাকিমের ছেলে।  

বেলকুচি থানার ওসি আনোয়ারুল হোসেন এই প্রতিবেদককে জানান, সোমবার সকালে বোরো ধান আবাদ করার জন্য জমি চাষ কালে নুরন্নবী ও শরিফুল ইসলামদের জমির আইল কাটলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষ লাঠি-সোটা, ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ফলা বিদ্ধ হয়ে নুরন্নবী মারা যায় এবং আরো অন্তত ১৫ জনের মত আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হতাহতদের উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: