শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় আঃলীগের তৃণমূলের ভোটে নির্বাচিত যারা

উল্লাপাড়ায় আঃলীগের তৃণমূলের ভোটে নির্বাচিত যারা

বৃহস্পতিবার উল্লাপাড়ায় অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নের জন্য তৃণমূল পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। 

বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। মনোনয়নের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী  প্রার্থী ছিলেন ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী ছিলেন ২ জন। 

বর্ধিত সভার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক  মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী পেয়েছেন ১৮০, সাবেক সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক  মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি পেয়েছেন ১২৭, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব পেয়েছেন ৫৫ এবং মুক্তিযোদ্ধা চৌধুরী ইফতেখার মবিন পান্না পেয়েছেন ১১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম কবিতা পেয়েছেন ১৮০, লাভলী পারভীন পেয়েছেন ১১১, আফরোজা ইয়াসমিন পেয়েছেন ৫৫ এবং সুমাইয়া পারভীন  পেয়েছেন ২১ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৩৭০ এবং অপর প্রার্থী সাহেব আলী পেয়েছেন ৬ ভোট। তৃণমূল পর্যায়ে এই নির্বাচনে মোট ভোটার ছিল ৪০৮ জন।  

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর