বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামের আলতাফ হেসেনের ছেলে রেকাবুল ইসলাম (২৫) নিখোঁজের দুই দিন পর পুলিশ বুধবার সন্ধ্যার দিকে করতোয়া নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতর পিতা আলতাফ হেসেন এটাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে ১০ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পুলিশ ও এলাকাবাসি জানায়,গত ২৮ জানুয়ারী সোমবার রাতে রেকাবুল ইসলাম তার ৬/৭ জন বন্ধুর সাথে বাড়ির কাছের করতোয়া নদীতে একটি নৌকার মধ্যে জুয়া খেলছিল। এ সময় ফরিদপাঙ্গাসী নতুনপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে রাসেল (২২), শ্রীফলতলা গ্রামের আব্দুল মতিনের ছেলে মনিরুল (২৩),মজিবরের ছেলে চয়েন (২৪), রমজান আলীর ছেলে রাসেদুল (২২), মোজাহারের ছেলে শাহীন (২২), সাইফুল ইসলামের ছেলে মমিন (২৪) সহ ৮/১০জন ভূয়া র‌্যাব সেঁজে বাঁশি বাজিয়ে ওই জুয়াড়িদের তাড়া করে। এ সময় র‌্যাবের ভয়ে নৌকা থেকে জুয়াড়িরা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে অন্য তীরে উঠে পালিয়ে যায়। কিন্তু রেকাবুল পানিতে ঝাপ দিয়ে আর ওঠেনি। সেই থেকে সে নিখোঁজ ছিল। তার স্বজনেরা ও এলাকাবাসী গত দুই দিন ধরে অনেক খোঁজাখুজির পরেও রেকাবুলের সন্ধান না পেয়ে স্থানীয় শাহজাদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফেরৎ চলে যায়।
এলাকাবাসি বুধবার বিকেলে করতোয়া নদীতে রেকাবুলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আকতার হোসেন বলেন,আমাদের কয়েকজনের সন্দেহ হলে কালো মুখোশধারী রাসেল নামের ভূয়া এক র‌্যাবকে আটক করা হয়। সে জানায়, জুয়ারীদের ভয় দেখানোর জন্য তারা কয়েক জন ভূয়া র‌্যাব সেজে তাদের ধাওয়া করেছিল। এ সময় তার সাথের অন্য ব্যাক্তিদেরও নাম পরিচয় সে বলে দেয়। এ ব্যাপারে নিহতর পিতা আলতাফ হোসেন,বলেন,আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য করতোয়া নদীতে ফেলে দিয়েছে হত্যাকারীরা। এ হত্যার ঘটনা ধামাচাপা দিতেই ভুয়া র‌্যাব ও জুয়ার আসরের গল্প ও নাটক সাজানো হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠ বিচার চাই। 
এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর(তদন্ত) রাকিবুল হুদা জানান, ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো বলেন, এ ব্যাপাওে নিহতর পিতা বাদী হয়ে ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আমরা আসামীদের  নিহতর পরিবার থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় নেয়া হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর