বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মুখস্থ শিক্ষায় নয় সততার ও নিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হতে হবে: ডিসি

মুখস্থ শিক্ষায় নয় সততার ও নিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হতে হবে: ডিসি

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেছেন  মুখস্থ বিদ্যা শিক্ষায় শিক্ষিত না হয়ে সততা ও নিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হতে হবে। সততা শিক্ষায় শিক্ষিত নাহলে শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হতে পারবেনা।  

তিনি বেলকুচি শিশু একাডেমী স্কুলের পিঠা উৎসব, সততা স্টোর ও বিজ্ঞানাগার উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় এ কথা বলেছেন।  

তিনি আরও বলেন, ছাত্র ছাত্রীদের লেখা পড়া শেখানোর পাশাপাশি তাদের মুল্যবোধের শিক্ষা দিতে হবে। তবেই একটি শুশৃঙ্খল জাতি গঠন করা সম্বভ হবে।  

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ  (ওসি) আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি  গাজী সাইদুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডাঃ আহম্মদ আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী,  উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অমৃত নারায়ন দে, আলহাজ্ব এম এ খালেক সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।  

এছাড়াও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা সোহাগপুর শ্যামকিশোর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করেন।

আলোকিত সিরাজগঞ্জ