শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাজিপুরে নিজ গ্রামকে মাদকের ছোবল থেকে রক্ষায় থানায় লিখিত অভিযোগ

কাজিপুরে নিজ গ্রামকে মাদকের ছোবল থেকে রক্ষায় থানায় লিখিত অভিযোগ

মাদকের নীল ছোবল থেকে নিজ গ্রামের যুব সমাজকে রক্ষা করতে অবশেষে থানায় গণস্বাক্ষরসহ অভিযোগ দায়ের করেছেন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলার পারুলকান্দি গ্রামের শিক্ষার্থীরা পারুলকান্দি ক্রিয়েটিভ এ্যাসোসিয়েশনের ব্যানারে তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষরযুক্ত একটি অভিযোগ কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পারুলকান্দি গ্রামটি পাশের উপজেলার সীমানার গ্রাম হওয়ায় নানাভাবে ওই গ্রামে মদ, হেরোইনসহ নানা প্রকার মাদক বিক্রি ও সেবন চলছে দিনের পর দিন। মাদকের এই ছোবল থেকে বাঁচতে ওই সংগঠনের পক্ষ থেকে দুই সপ্তাহ পূর্বে তারা মাদকবিরোধী র‌্যালী ও মানববন্ধন করে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সেখানে কাজিপুর থানার দুইজন অফিসারও ছিলেন।

 কিন্তু এই ঘটনার পর থেকে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা নানাভাবে ওই সংগঠনের শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে। বাধ্য হয়ে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করে এর প্রতিকার চেয়ে কাাজিপুর থানা পুলিশকে বিষয়টি লিখিত আকারে জানায়। কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান ওই সংগঠনের লিখিত অভিযোগপত্র গ্রহণ করে জানান, ওই এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা হরা হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: