
সলঙ্গায় ভূমিদস্যদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভূষাল হাটায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বাজারের ব্যবসায়ী,এলাকার সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। হাট ইজারাদার জাহাঙ্গীর আলম লাবু তালুকদার জানান,সলঙ্গা বাজারের হাট পেরিফেরি জায়গা ৩৩.৩৩ একর।
এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি জায়গা প্রতারনার মাধ্যমে দখল করে নিয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। ধান হাটাসহ পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু জায়গায় জিল্লুর রহমান সরকার স্থাপনা গড়েছেন। যার কারণে সাধারণ হাটুরে জনতাসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।
স্থানীয় প্রায় ৮শতাধিক গণস্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ইতি মধ্যেই ভূমিদস্যদের স্থাপনা গুলো চিহ্নিত করেছে। এসময় বাজারের সকল ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহন করে অনতি বিলম্বে চিহ্নিত স্থাপনা গুলো উচ্ছেদের দাবী জানিয়েছেন।
আলোকিত সিরাজগঞ্জ