• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়: প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

 
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল মান্নান।

উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার ইমন, জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবুল কুমার দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের বিভিন্ন পরামর্শ দেন অতিরিক্ত মহাপরিচালক।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ