মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পিঁপড়া তাড়াতে যা করবেন

পিঁপড়া তাড়াতে যা করবেন

রোদ-বৃষ্টির আবহাওয়ায় বাসাবাড়িতে পিঁপড়ার আনাগোনা বেড়ে যায়। পিঁপড়ে মারার ওষুধ কিংবা স্প্রেতে প্রচুর ক্ষতিকর রাসায়নিক থাকে।ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে পিঁপড়া মোটেই ঘেঁষবে না বাড়িতে-

তেজ পাতা: পিঁপড়ের আনাগোনা বেশি এমন জায়গায় তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন, মিলবে সমাধান। গরম তাওয়ায় শুকনো করে ভেজে নিলে তেজ পাতা গুঁড়ো করতে সুবিধা হবে। তেজ পাতার তীব্র ঝাঁজালো গন্ধে বাড়িতে আর টিকবে না পিঁপড়ের দল।

দারুচিনি ও লবঙ্গ: চিনির পাত্র থেকে পিঁপড়ে তাড়াতে কয়েকটা লবঙ্গ রেখে দিতে পারেন। যেসব জায়গায় পিঁপড়ের আনাগোনা বেশি সেখানে লবঙ্গ ও দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন।

পুদিনা পাতা: এই পাতার কড়া গন্ধ মোটেই পছন্দ নয় পিঁপড়েদের। সামান্য থেঁতো করে এই পাতা রান্নাঘর ও মেঝের কোণের অংশগুলিতে দিয়ে রাখা যেতে পারে। তা ছাড়া পুদিনা তেল পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করলেও পিঁপড়ের হাত থেকে রেহাই মিলবে।

আলোকিত সিরাজগঞ্জ