শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চৌহালীতে জাতীয় বীমা দিবস পালিত

চৌহালীতে জাতীয় বীমা দিবস পালিত

সংগৃহীত

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। চৌহালী উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করেন।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপস্থিত বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধি গন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জাইকার প্রতিনিধি কালী কৃষ্ণ পাল।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে ।

১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। বিমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সরকার জাতীয় বীমা দিবসকে “বি” ক্যাটাগরি থেকে “এ” ক্যাটাগরিতে উন্নীত করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতার বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে জাতীয় বীমা দিবস ২০২৪ উদ্বোধন করেছেন। সেই সাথে সারাদেশে জাতীয় বীমা দিবস পালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় চৌহালীতে পালিত হলো।

এসময় উপজেলা প্রাণী সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি খাতুন, নির্বাচন অফিসার আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী মাষ্টার, থানার এসআই আব্দুল হালিম, তথ্য আপা প্রকল্পের তামান্না, প্রধান শিক্ষক সাহেব আলী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: