শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

একটি কাঁকড়ার দাম ৩৯ লাখ টাকা!

একটি কাঁকড়ার দাম ৩৯ লাখ টাকা!

 

জাপানের রাজধানী টোকিওতে এক নিলাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের ওই নিলামে একটি তুষার কাঁকড়া (স্নো ক্র্যাব) ৩৯ লাখ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, কাঁকড়াটি একজন স্থানীয় খুচরা ব্যবসায়ী কিনেছেন। তিনি বড় কোনো জাপানি রেস্তোরাঁয় কাঁকড়াটি বিক্রি করবেন।

জাপানের টটোরি এলাকায় চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে শীতকালীন সামুদ্রিক খাবারের মৌসুম। সেখানে দেখে ভাল লেগে গেলে অনেকেই চড়া দাম দিয়ে এমন কাঁকড়া বা টুনা মাছ কিনে থাকেন।  

স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা বলেছেন, এটি অনেক দামি কাঁকড়া। এই কাঁকড়ার দামের বিষয়টি যাতে গিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে, তার আবেদন করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: