রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পোপায়ান থেকে লোপেজ ডি মিকাই এলাকার দিকে যাচ্ছিল।-খবর বিবিসি।

ওই এলাকার দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া অপর দু’জন গুরুতর আহত হয়েছেন।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনা তদন্ত হচ্ছে জানান হুয়ান কার্লোস গানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: