• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

নষ্ট হওয়া বাসের যাত্রীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১১

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

নষ্ট হওয়ায় বাস থেকে নেমে অপেক্ষা করছিলেন যাত্রীরা। এসময় একটি ট্রাক তাঁদের ওপর উঠিয়ে দিলে ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ বুধবার ভোরে এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসটি রাজস্থানের পুশকার থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি নষ্ট হওয়ার পর কিছু যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিল। এসময় ট্রাকটি বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচ পুরুষ ও ছয় নারী নিহত হন। স্থানীয় পুলিশ কর্ম কর্তা মৃদুল কাচাওয়া বলেন, বাসটিকে ঠিক করা হচ্ছিল। দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাসের বাইরে অপেক্ষা করছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ