• বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

‘আগামীতে মানুষ নয়, বিমান চালাবে এআই’

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

বিখ্যাত বিমান সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেছেন, আগামী দিনে মানুষ নয়, বিমান চালাবে এআই প্রযুক্তিই। অর্থাৎ যন্ত্রচালিত বিমানে চেপেই যাতায়াত করবেন যাত্রীরা।

একটি সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ‘সাধারণত একটি বিমানে দু’জন পাইলট থাকেন। তবে আগামী দিনে একজনের উপরেই ভার থাকবে বিমান পরিচালনা করার। আরেক পাইলটের দায়িত্ব সামলাবে এআই প্রযুক্তিও। তবে যাত্রীরা সেটা বুঝতে পারবেন না।’

 

এমিরেটস প্রেসিডেন্টের মতে, আগামী দিনে আরো অনেক বেশি শক্তিশালী হবে এআই প্রযুক্তি। তাকে আরো নানা ক্ষেত্রে কাজে লাগানো যাবে। 

তবে এমিরেটস প্রধানের মতে, যাত্রীরা এখনই পাইলট হিসেবে মানুষের কোনো বিকল্প মেনে নিতে তৈরি নন। এআই পাইলটের চালানো বিমানে হয়তো অনেকেই নিরাপদ মনে করবেন না। তবে আপাতত একজন মানুষের সঙ্গে এআই পাইলট ব্যবহার করা যেতেই পারে। 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ