প্রেসিডেন্টের মেয়ে হয়েও রেস্তোরাঁর পরিচারিকা!
আলোকিত সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ জুন ২০১৯

বাবা প্রেসিডেন্ট। এই মেয়েটির চাকরি প্রয়োজন। একটা হলেই হলো। সেই থেকে কৃষ্ণাঙ্গ মেয়েটি চাকরির জন্য দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরছেন। সবখানেই প্রতিযোগিতা- কর্ম খালি নেই।
মেয়েটির কাজের তেমন অভিজ্ঞতাও নেই। এটাই মূল সমস্যা। হঠাৎ করেই মেয়েটির মনে হলো, রেস্তোরাঁর পরিচারিকার কাজটি তিনি করতে পারবেন। সে কারণে যুক্তরাষ্ট্রের মাসাচুয়েটসের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় গিয়ে ইন্টারভিউ দিতে থাকেন।
তবে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও কিছু হচ্ছিল না। সব চেষ্টাই যাচ্ছিল বিফলে। সব রেস্তোরাঁর মালিকের সাফ কথা, আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই। অন্য কোথাও কাজ খুঁজো।
কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হতে থাকেন। একদিন মাসাচুয়েটসের মার্থাস ভাইনইয়ার্ড নামের একটি দ্বীপে অবস্থিত একটি রেস্তোরাঁয় সত্যিই সত্যিই তার চাকরি হয়ে যায়।
চাকরিতে নিয়োগের প্রথম দিনেই রেস্তোরাঁর মালিক ন্যান্সি তাকে সতর্ক করে দেন, কোনদিনই দেরি করে আসা যাবে না। দেরি করে এলে চাকরি হারাতে হবে।
মালিকের কথা অনুযায়ী নিয়মিত সময় করে কর্মস্থলে আসেন সেই কৃষ্ণাঙ্গ তরুণী। যথাসময়ে তার উপস্থিতি দেখে রেস্তোরাঁর কর্মকর্তারাও বেশ সন্তুষ্ট হন। কাজে মনোযোগের কমতি নেই। কাস্টমারদের অর্ডার নেয়া, দ্রুত খাবার পরিবেশন, টেবিল পরিষ্কার করে দেয়াসহ অন্যান্য সব কাজই চটপটে করেন তিনি।
এরপরও মাঝেমধ্যে কিছু ভুল হয়ে যায়। এতে টুকটাক গালমন্দ তো শুনতেই হয়। এতেও মেয়েটির কোন আপত্তি নেই। চুপচাপ তাও সহ্য করেন।
একদিন ঘটলো অন্য এক ঘটনা। কফির পেয়ালা সরাতে গিয়ে অলক্ষ্যে কিছুটা কফি এক কাস্টমারের কাপড়ে লাগে। এতে ওই কাস্টমার প্রচণ্ড রেগে গিয়ে রেস্তোরাঁর কর্মকর্তাকে বিচার দেন।
মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে সেই কাস্টমারের কাছে মাফ চেয়ে এবারের মতো পার পেয়ে যান। এভাবে ব্যস্তময় পরিচারিকার দায়িত্বের ওপর ভর করে দিন চলে যেতে থাকে মেয়েটির।
একদিন সহকর্মীর জন্মদিন উৎসবে যোগ দিতে হয় মেয়েটিকে। সেখানে কেক কাটার পর দেখা গেল মেয়েটি কেক খাচ্ছেন না। জোর করেও তাকে কেক খাওয়ানো যাচ্ছে না। সহকর্মীরা ভাবলেন, বেশি সস্তা দরের কেক বলেই কী খেতে পারছেন না তিনি?
আবার তারা ভাবলেন, গরিব ঘরের মেয়েদের এর চেয়ে ভালো কেক চোখেও তো দেখে না। তা হলে এই কেকে কামড় দিতে সমস্যা কী? মেয়েটি জবাব দিলেন, পেট ভরা তাই খেতে ইচ্ছা করছে না।
একদিন রেস্তোরাঁর এক কর্মী দেখলেন, কৃষ্ণাঙ্গ মেয়েটি কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু আড়ালে গেলেই ছয় দীর্ঘদেহী মানুষ তাকে ঘিরে রাখেন। আর নিরাপত্তা দিয়ে নিয়ে যান। মেয়েটিকে বিলাসবহুল গাড়িতেও চড়তে দেখেন তিনি।
এই ঘটানাটি নিয়ে পরের দিনই বেশ গুঞ্জন শুরু হয়। রেস্তোরাঁর অন্যান্য সহকর্মীর কাছে এতদিনের চেনা মেয়েটি হঠাৎ করেই রহস্যময় হয়ে ওঠে।
সবাই আড়চোখে দেখতে থাকেন তাকে। কথাটি চলে যায় রেস্তোরাঁর মালিকের কানে। এভাবে বিষয়টি এক কান দু কান করে চলে যায় স্থানীয় সাংবাদিকদের কাছে।
সাংবাদিকদেরও শুরু হয় কৌতূহল, কে এই মেয়ে? সেই রহস্য উদ্ঘাটনে ব্যতিব্যস্ত হয়ে উঠেন তারা। অবশেষে তারা জানতে পারেন কৃষ্ণাঙ্গ মেয়েটির আসল পরিচয়। মেয়েটি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা!
এই বিষয়টি প্রকাশ্যে এলে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোড়ন উঠেছিল। এরই মধ্যে বিশ্ববাসীও জেনে যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে এতদিন একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করছিলেন।
গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে মাসাচুয়েটসের ওই রেস্টুরেন্টে কাজ নিয়েছিলেন সাশা ওবামা। প্রেসিডেন্টের মেয়ে কেন এমনটি করলেন, সে বিষয়ে নিয়ে প্রশ্ন ওঠে।
এর জবাব দেন বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি বলেন, সন্তানরা একটি বয়সে আসার পর তাদের বিলাসিতা ছাড়তে বাধ্য করেছি আমি। আমি তাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পথে ছেড়ে দিয়েছি।
তিনি আরো বলেন, জীবনটা শুধুই হোয়াইট হাউসকেন্দ্রিক নয়। এ সময় জানতে হবে, কীভাবে চলছে যুক্তরাষ্ট্রের খেটে খাওয়া মানুষ। তা না হলে নিজেকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না। আর সেজন্যই ছুটির ফাঁকে এমনটি করতে তিনি নির্দেশ দিয়েছিলেন।

- বারোমাসি লাউ বিক্রি করে লাখপতি রাশেদ
- বিদেশি দুম্বা-ছাগল পালনে আনোয়ারের সাফল্য
- তাড়াশে গ্রামীণ মেলার শুরু
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের নামে বৃক্ষ রোপণ
- এক বছরে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ৫২%
- স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ
- নির্বাচনী ট্রেনে ইসির যাত্রা
- সুবর্ণভূমির হাতছানি
- গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
- জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা
- ভিয়েতনামের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চান প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে
- মুখ দেখে নয় মনোনয়ন মিলবে জনপ্রিয়তায়
- চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা
- প্রথম আলোর সম্পাদকের অবৈধ সম্পদের পাহাড়
- শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল
- ফের আইওসিইন্ডিও’র সভাপতি বাংলাদেশ
- "টিসিবির পণ্য পাচার" ঘটনায় তদন্ত কমিটি গঠনঃসিরাজগঞ্জ জেলা প্রশাসন
- প্রধানমন্ত্রীর সময়োচিত সংস্কারের প্রশংসা ব্লুমবার্গের
- ডাঃ ইউনুস আলী খানের জন্মবার্ষিকী ও স্মরণ সভায় মেরিনা জাহান কবিতা
- কামারখন্দে ফেনসিডিলসহ গ্রেফতার ১
- যশোরে বড় হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প
- শেষ হলো পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ
- এমপিদের জন্য নির্বাচনী পুরস্কার, এমপিও হচ্ছে ১০০ প্রতিষ্ঠান!
- বন্দর, সড়ক ও রেলপথ নির্মাণে জাইকার ঋণ
- রাজশাহীতে পান, আম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হবে সাতক্ষীরায়
- ঋণ বিতরণের শর্ত শিথিল হলো এসএমই খাতে
- পরপর দুই বারের বেশি সভাপতি হওয়া যাবে না
- দেশে পাঁচ বছরে বেকার ৭০ হাজার কমেছে
- স্বাদে অতুলনীয় সিরাজগঞ্জের কুমড়া বড়ি , হচ্ছে বাণিজ্যিকভাবে উৎপাদন
- কাশ্মীরী কুল চাষে তিন শিক্ষার্থীর চমক!
- চোখ জুড়িয়ে যায় সিরাজগঞ্জের শিমুল ফুলে
- কাজিপুরে তিলের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- উল্লাপাড়ায় গার্লস স্কুল এন্ড কলেজের ভবন উদ্বোধন করেন তানভীর ইমাম
- নাসিম স্মৃতি ভলিবলে প্রথম সেমি ফাইনাল বিজয়ী কাজিপুর পৌরসভা দল
- স্ট্রবেরি চাষে দুই ভাইয়ের সাফল্য
- সিরাজগঞ্জে হাড়ের গুঁড়া ব্যবহৃত হচ্ছে পোলট্রি শিল্পে
- তাড়াশে বিনাহালের রসুনের ভালো ফলন ও দামে খুশি কৃষক
- সিরাজগঞ্জে খিরা চাষে কৃষকের মুখে হাসি
- ১৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির আশা ইমরানের
- সিরাজগঞ্জে হাইব্রিড বেগুনের বাম্পার ফলন, কৃষক খুশি
- ড্রাগন চাষে বছরে আড়াই লাখ টাকা উল্লাপাড়ার কামরুজ্জামানের
- নকলায় এক গাভীর একসাথে ৪ বাছুরের জন্ম
- তাড়াশে প্রথমবারের মতো সূর্যমুখীচাষে কৃষকদের সাফল্য
- গ্রামের পুকুরে বিশাল রুই মাছ দেখার জন্য এলাকাবাসীর ভিড়
- ২০৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল বাংলাদেশ হবে: প্রধানমন্ত্রী
- সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ টি গরুর মৃত্যু
- শিশুদের কোলাহলে কাটলো সলঙ্গার বই মেলার শেষ প্রহর
- সিরাজগঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫০ টন
