সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের সমালোচনায় ঐশ্বরিয়াকে টানলেন রাজ্জাক (ভিডিও)

পাকিস্তানের সমালোচনায় ঐশ্বরিয়াকে টানলেন রাজ্জাক (ভিডিও)

বাজে পারফরম্যান্সে ভারত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান দল। পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব সব ভুলে যেতে চাইবে দলটি। রাউন্ড রবিন লিগে নয়টি ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছিল বাবর-রিজওয়ানরা।

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপের রাউন্ড রবিন পর্ব থেকেই বিদায় নিয়েছে। কিন্তু ১৯৯২-এর চ্যাম্পিয়নদের কাছে সমর্থকদের প্রত্যাশা বেশি ছিল। কেননা ফেবারিট হিসেবেই ভারতে পা রেখেছিল তারা। তবে তাদের মাঠের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানের কাছেও হেরেছে মেন ইন গ্রিনরা।

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। প্রশ্ন উঠছে বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও। এছাড়াও তাদের স্পিনারদের খারাপ পারফরম্যান্স থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভূমিকা সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে।

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাকও এর মধ্যে আরেক ঘটনা ঘটিয়েছে। পাকিস্তানের হার নিয়ে মন্তব্য করতে গিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে টেনে এনেছেন তিনি।

বচ্চন পরিবারের বউয়ের সঙ্গে পিসিবির তুলনা করে এক অনুষ্ঠানে রাজ্জাক এমন বক্তব্য করেছেন। এই ঘটনা ক্রিকেট বিশ্বকে রীতিমতো লজ্জায় ফেলেছে। 

এক অনুষ্ঠানে রাজ্জাক বলেন, ‘আমি এখানে পিসিবির উদ্দেশ্যের কথা বলছি। আমি যখন খেলতাম তখন আমার অধিনায়ক ছিলেন ইউনিস খান। আমি তার কাছ থেকে আত্মবিশ্বাস এবং সাহস পেয়েছি।

তিনি আরো বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের জন্য ভাল পারফর্ম করতে পেরেছি। আমি যদি মনে করি আমার এখন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হবে, তার পর সুন্দর সন্তান হবে, সেটা তো সম্ভব নয়। আগে নিজেদের মানসিকতা ঠিক করাটা দরকার।’

রাজ্জাকের এই কথা বলতেই শহিদ আফ্রিদি, সাঈদ আজমল, উমর গুল এবং আরো অনেক পাকিস্তানি খেলোয়াড় হেসে ফেলেন। এই বক্তব্যের সমালোচনা না করে সবাই হাততালি দিয়ে হাসতে থাকে। এখন সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। রাজ্জাক তার বিতর্কিত বক্তব্যের কারণে এর আগেও বহুবার বিতর্কের মুখে পড়েছেন।

সূত্র- ডেইলি বাংলাদেশ 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: