বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আলাউদ্দিন আলীর জন্মদিনে বিশেষ সংগীতানুষ্ঠান

আলাউদ্দিন আলীর জন্মদিনে বিশেষ সংগীতানুষ্ঠান

বরেণ্য গীতিকার ও সুরকার প্রয়াত আলাউদ্দিন আলীর জন্মদিন আজ ২৪ ডিসেম্বর। তার জন্মদিন উপলক্ষে এটিএন বাংলায় বিশেষ এক সংগীতানুষ্ঠান প্রচারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তার স্ত্রী মিমি আলাউদ্দিন৷ তার সঙ্গে আরও গাইবেন আলম আরা মিনু ও মুহিন খান। আলাউদ্দিন আলীর লেখা ও সুর করা জনপ্রিয় গানগুলো তাদের কণ্ঠে শোনা যাবে।

অনুষ্ঠান প্রসঙ্গে মিমি আলাউদ্দিন বলেন, ‘গান নিয়ে আলাউদ্দিন আলীর অনেক স্বপ্ন ছিল। তিনি কিছু গান লিখে গেছেন, সুর করে গেছেন যা এখনো অপ্রকাশিত৷ সেগুলো ধীরে ধীরে প্রকাশের ব্যবস্থা করবো৷ তিনি যেন সবার মাঝে বেঁচে থাকেন৷ সেই দোয়া চাই সবার কাছে।’

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী ৯ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন।

তার সুরারোপিত গানের মধ্যে উল্লেখযোগ্য- ‘একবার যদি কেউ ভালোবাসত, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’।

আলোকিত সিরাজগঞ্জ