শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

সংগৃহীত

আজ রোববার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ঘোষিত সময়ের তিন দিন পর আজ সকাল থেকে এই দাম কার্যকর করল সরকার।

এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভোক্তারা প্রতি লিটার সয়াবিন তেল এখন থেকে ১৬৩ টাকায় পাবেন। শিগগিরই ৫০ হাজার টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। রোজার আগে পণ্যটির দাম কমে আসবে।

তিনি আরো বলেন, পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করা হবে। চলতি সপ্তাহেই ভারত থেকে আসবে পেঁয়াজের চালান।

এদিকে বিক্রেতারা বলেন, সিন্ডিকেটের কারণে মালের দর ওঠা-নামা করে। ফলে দিন দিন মূল্যবৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক পণ্যে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: