মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও দ্বীপে সরিয়ে নিতে আইন পাস

ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও দ্বীপে সরিয়ে নিতে আইন পাস

রাজধানী জাকার্তা থেকে সরিয়ে বোর্নিও দ্বীপে নিতে একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়ার সংসদ। আজ মঙ্গলবার রাজধানী স্থানান্তরে বিল অনুমোদনের কথা জানান সংসদের স্পিকার হুয়ান মহারানি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এতথ্য জানানো হয়।

সংসদে ভোটাভুটি শেষে বিলটি পাস হয়। অনুমোদন পাওয়া বিল অনুসারে জাকার্তা থেকে দেশটির রাজধানী দূরবর্তী বোর্নিও দ্বীপের বনাঞ্চল কালিমানতানে সরিয়ে নেয়া হবে। দেশটির পরিকল্পনা মন্ত্রী রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। এরফলে প্রেসিডেন্ট জোকো উইদোদোর একটি উচ্চাভিলাষী প্রস্তাব বাস্তবে রুপ নিতে যাচ্ছে। এজন্য খরচ হবে ৩২ বিলিয়ন ডলার। 

আইনটি পাসের পর সংসদে ইন্দোনেশিয়ার পরিকল্পনা মন্ত্রী সুহারসো মোনোর্ফা বলেন, নতুন রাজধানীর একটি মূল কাজ রয়েছে। এটি জাতির পরিচয়ের প্রতীক। একইসাথে এটি হবে অর্থনৈতিক অভিকর্ষের নতুন কেন্দ্র। জোকো উইদোদোর পছন্দ অনুসারে নতুন রাজধানীর কেন্দ্রকে নুসান্তারা বলা হবে। সোমবার পরিকল্পনামন্ত্রীর ঘোষণা করেন এটি।

 নুসান্তারা ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলের একটি নাম। রাজধানীর উন্নয়নে অর্থায়নসহ সার্বিক বিষয়ে উল্লেখ করা হয়েছে এই আইনে।

আলোকিত সিরাজগঞ্জ